আব্দুর রউফ রুবেল, গাজীপুর
জন্মান্ধ জোনাকী চোখের আলো ফিরে পাবে। এটি শুধু ছিল কল্পনা। কল্পনাই এখন সত্যি হলো। জন্মের দশ বছর পর প্রথম পৃথিবীর আলো দেখতে পেল জোনাকী। জোনাকী গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামের অন্ধ জাকির হোসেনের মেয়ে।
জানা যায়, জাকির হোসেন খাদিজা দম্পতীর সংসারে জন্ম নেয় জোনাকী। জন্মের কিছুদিন পরে জানা যায় সে জন্মান্ধ। ছোট জোনাকীকে বাবার কাছে রেখে সংসার ছেড়ে চলে যান মা খাদিজা। দাদীর স্নেহে বড় হয় জোনাকী।
জোনাকীর বাবা জাকির হোসেন জানান, করোনা কালীন সময়ে তাদের ৮ অন্ধের পরিবারের দিন কাটছিল অতি কষ্টে। সাহায্যের হাত বাড়ান ব্যবসায়ী সাদ্দাম হোসেন অনন্ত।
জোনাকীর চোখের চিকিৎসার ব্যবস্থাও করেন তিনি। তার চোখে অপারেশন হয়েছে। সে এখন দেখতে পায়। এর চেয়ে আনন্দ আর কি হতে পারে।
সাদ্দাম হোসেন জানান, এক পরিবারে ৮ অন্ধের দূর্বীষহ জীবনের খবর পেয়ে পরিবারের সহায়তায় এগিয়ে যাই। জোনকীর কথাশুনে মনেহল সে দেখতে পাবে। সেই কল্পনা থেকে তার চিকিৎসা শুরু করি। বিভিন্ন ডাক্তার দের সাথে যোগাযোগ করি। ডাক্তার দের পরামর্শে রাজধানীর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনিস্টিটিউটে তার চিকিৎসা শুরু হয়। ১৭ জানুয়ারি জোনাকীর ডান চোখের অপারেশন হয়। পরদিন চোখের ব্যান্ডেজ খোলা হয়। ধীরে ধীরে সে দেখতে শুরু করে। মঙ্গলবার বিকেলে সে স্পষ্ট দেখেতে পায়।
তিনি আরও জানান, জোনাকী এখন কাছে স্পষ্ট দেখতে পান। দূরে একটু কম দেখে। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন ধীরে ধীরে সে দূরেও স্পষ্ট দেখতে পারবে। অল্প দিনের মধ্যেই তার বাঁ চোখে ল্যান্স বসানো হবে।
ওডি/এমএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড