সাইদুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডে মশারি কারখানাসহ তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বিজয়নগর এলাকার উজ্জলের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, বিজয় নগর এলাকার উজ্বলের বাড়িতে ফারুক নামে একজন মশারির কারখানা হিসেবে ভাড়া নিয়েছিল। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ কারখানার পাশে একটি ঘরে আগুন দেখা যায়। পরে মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের আরও দুইটি ঘরসহ মশারি কারখানায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুনের ঘটনা ফায়ার সার্ভিসকে অবগত করলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন : কুষ্টিয়ায় হামলা-মামলার ভয়ে গ্রাম ছাড়ছেন এলাকাবাসি
কাঞ্চন ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রান্না করার সময় মশারির কারখানায় এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি।
ওডি/এফই
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড