এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী (চট্টগ্রাম)
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ১০ নম্বর আহলা করলডেঙ্গা ইউনিয়নের আওয়ামী যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বোয়ালখালী উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সায়েম কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনসুর আহাম্মদ বাবুলের বিরোধীতা করায়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপ ও বিএনপি প্রার্থীকে জয়ী হতে সহযোগিতা করায় আহলা করলডেঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
এর আগে একই অভিযোগে গত ৯ জানুয়ারি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ম.ম. টিপু সুলতান ও সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান গণিকে দলিয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা।
ওডি/এসএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড