শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার
কক্সবাজার উত্তর বনবিভাগের নলবিলা চেকপোস্ট পেরিয়ে পাচারের সময় বন বিশেষ টহলদল চিরাই চোরাই কাঠ ভর্তি মিনি পিকআপ জব্দ করেছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ৬ টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজ গেট এলাকায় এ অভিযান চালানো হয়।
বনবিভাগের বিশেষ টহলদলের অফিসার ইনচার্জ (ওসি) একেএম আতা এলাহি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজগেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চিরাই করা চোরাই কাঠ ভর্তি চকরিয়া অভিমুখী মিনি পিকআপটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটক কাঠ ও মিনি পিকআপ ফাঁসিয়াখালী রেঞ্জ হেফাজতে রাখা হয়েছে।
আটক চিরাই কাঠের পরিমান ৬০ ঘনফুট। যার বাজার মূল্য আনুমানিক এক লক্ষ টাকা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া নলবিলা বনজ দ্রব্য পরীক্ষণ ফাঁড়ি (চেক পোস্ট) অতিক্রম করে প্রতি রাতে চোরাই কাঠ পাচার হয়ে আসছে।
মঙ্গলবার বনবিশেষ টহল দলের হাতে আটক হওয়া চিরাই কাঠ ভর্তি মিনি পিকআপটি ফাইতং এলাকা থেকে নলবিলা চেকপোস্ট পেরিয়ে চকরিয়া চিরিংগার দিকে আসছিল।
আরও জানা যায়, নববিলা বনবিভাগের চেকপোস্টের স্টেশন কর্মকর্তা (এসও) অবনী কুমার রায় চোরাই কাঠ পাচারকারি সিন্ডিকেটের সাথে আঁতাত করে বনজদ্রব্য ও অবৈধ ফার্নিচার নিরাপদে পাচারে সহযোগিতা করে আসছে বলে অভিযোগ রয়েছে।
ওডি/এসএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড