• বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০  |   ২৮ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

গাজীপুরের পূবাইলে স্টেশন মার্কেটে আগুন

  সারাদেশ ডেস্ক

১৮ জানুয়ারি ২০২২, ১১:৫৯
গাজীপুর
ছবি : সংগৃহীত

গাজীপুর মহানগরীর পূবাইলে পুরনো রেলস্টেশন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ জানুয়ারি) রাত ১টার দিকে মেট্রোপলিটন থানার পুরনো ওই রেলস্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি কাপড়ের দোকানসহ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। তবে এতে ব্যাপক ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা যায়, রাত ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে স্টেশন মার্কেটের চালের দোকানদার আবুল কাসেম ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে টঙ্গীর দুটি ও কালীগঞ্জের একটি ইউনিট ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে এর আগেই স্থানীয় বাবুর কাপড়ের, ইমরানের ওষুধের ও দিদারের কসমেটিকসের দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। তা ছাড়া পাশের দুটি মুদি দোকানের আংশিক ক্ষতি হয়।

দোকান মালিকরা জানান, তাৎক্ষণিকভাবে কমপক্ষে ১০-১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

টঙ্গীর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন বলেন, তিনটি দোকান পুরোপুরিসহ অন্য দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৪৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছি। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড