সারাদেশ ডেস্ক
বাগেরহাটের মোংলায় বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা।
সোমবার (১৭ জানুয়ারি) সকালে মোংলা ফেরিঘাট নদীতে রাখা মালিকবিহীন একটি ট্রলার এবং আশেপাশের জঙ্গল থেকে এসব মদ ও বিয়ার জব্দ করা হয়।
জব্দকৃত মদ ও বিয়ার পরবর্তীকালে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার কর্মকর্তা লে. কমান্ডার এম মামুনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালিকানাবিহীন একটি নৌকা এবং আশেপাশের জঙ্গল থেকে ১২ ক্যান বিয়ার ও ৫০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দকৃত মদ ও বিয়ার পরবর্তীকালে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অপরাজিতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ওডি/এফই
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড