তুষার আহমেদ, নারায়ণগঞ্জ
নাসিক ১২ নম্বর ওয়ার্ডের বার একাডেমি স্কুল কেন্দ্রে লাটিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী শওকত হাশেম শকুর স্ত্রীর উপর হামলা চালিয়েছে ঘুড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী সেলিম খান ও তার কর্মী সমর্থকরা। এ সময় স্থানীয় ছাত্রলীগের কর্মীরাও ওই হামলায় যুক্ত হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। যদিও তার নাম-পরিচয় জানা যায়নি।
রবিবার (১৬ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে বার একাডেমি স্কুলকেন্দ্রের ভেতরে ওই ঘটনা ঘটে।
হামলার শিকার কাউন্সিলর প্রার্থী শওকত হাশেম শকুর স্ত্রী দীপা হাশেম ভোট প্রদানের জন্য কেন্দ্রে এসেছিলেন। পরে হামলার শিকার হয়ে তার ভোটাধিকার প্রয়োগ না করেই কেন্দ্র ত্যাগ করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে উভয় প্রার্থীর কর্মী সমর্থকদের মাঝে। আতঙ্কে আছেন সাধারণ ভোটাররা।
এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রার্থীর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি। এদিকে ঘটনার পরপরই র্যাব, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন : অর্থের বিনিময়ে মিলছে চিকিৎসক হওয়ার ডিপ্লোমা সনদ
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান জানান, সামান্য সমস্যা হয়েছিল। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
ওডি/এএম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড