খলিল উদ্দিন ফরিদ, ভোলা
উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোলার তজুমদ্দিনে ২৬ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
শনিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগমের নেতৃত্বে শশীগঞ্জ মৎস্যঘাট ও চৌমুহনী মৎস্যঘাট এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।
পরে জব্দ করা ২৬ মণ জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা ও গরিব-অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে ইউএনও মরিয়ম বেগমের নেতৃত্বে শশীগঞ্জ মৎস্যঘাট ও চৌমুহনী মৎস্যঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় চৌমুহনী মৎস্যঘাটে ২৫ মণ জাটকা ইলিশসহ মিজানুর রহমান নামে এক আড়তদারকে আটক করা হয়। পরে জব্দ করা মাছগুলো নুরানী, হাফিজিয়া মাদরাসার লিল্লাহ বোর্ডিং ও স্থানীয় এতিমখানা ছাড়াও গরিব-অসহায়দের মাঝে বিলিয়ে দেওয়া হয়।
ওই অভিযানে আড়তদার মিজানুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর উপজেলার শশীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে আরও ১ মণ জাটকা জব্দ করা হয়। পরে সেগুলোও গরিবদের মাঝে বিতরণ করে উপজেলা প্রশাসন।
আরও পড়ুন : ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেফতার
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন অধিকারকে বলেন, নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ সরকারীভাবে নিষিদ্ধ। তাই শনিবার সকাল ১০টা থেকে জাটকা সংরক্ষণ ও অবৈধ জাল উচ্ছেদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ও উপজেলা মৎস্য অফিসের সহায়তায় বিভিন্ন মাছঘাট ও বাজারে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ২৬ মণ জাটকা জব্দ করা হলে তা জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।
ওডি/নিলয়
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড