মো. রুম্মান হাওলাদার, পিরোজপুর
প্রবাসীদের সমন্বয় গঠিত অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ছোট্ট মনিদের জন্য ভালোবাসা’ এর উদ্যোগে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সুবিধা বঞ্চিত দেড় শতাধিক শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় পৌরশহরের মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের আজীবন সদস্য সাংবাদিক আবদুস সালাম আজাদী এর সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম, বিশেষ অতিথি সংগঠনের উপদেষ্টা জুলহাস সাহিন, আজীবন সদস্য সাংবাদিক জুলফিকার আমিন সোহেল, উপদেষ্টা আরিফুর রহমান সোহাগ, সমাজ সেবিকা মাকসুদা আক্তার বেবি, ফাহমিদা মুন্নি, শামীমা সুলতানা রোজী, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম খান, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রায়হান, পৌর শাখার সভাপতি রাজিব কুমার সাহা, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অনুপম হালদার প্রমুখ।
আরও পড়ুন : ৯ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ছোট্টো মনুদের জন্য ভালোবাসা এর উদ্যোগে সুবিধাবঞ্চিত অনূর্ধ্ব ১০ বছর বয়সী শিশুদের বিভিন্ন প্রকার সহযোগিতার পাশাপাশি চিকিৎসা, শিক্ষা সহায়তাও প্রদান করে আসছে এ অনলাইন ভিত্তিক সংগঠনে।
ওডি/এসএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড