শাহ আলম, গোয়াইনঘাট (সিলেট)
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আব্দুল কাদিরের সভাপতিত্বে ও পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুন্সি আব্দুল মুনিম ও গোয়াইনঘাট উপজেলা যুবদল নেতা নাজমুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম শাহপরান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহআলম স্বপন, আব্দুল মতিন, জসিম উদ্দিন, জয়নাল আবেদীন, ওসমান গনী মেম্বার, আজাদুর রহমান, আব্দুল মালিক, জাহাঙ্গীর আলম, ফারুক আহমদ, আতিকুর রহমান, বাবুল আহমদ, তাজ উদ্দিন, এনামুল হক, মুসলিম উদ্দিন, জুবের আহমদ প্রমুখ।
আরও পড়ুন : কক্সবাজারে পেঁয়াজ-মরিচের বস্তার ভিতর পাথর, পাইকারি সিন্ডিকেটের কারসাজি
দ্বি বার্ষিক সম্মেলনে ভোটের মাধ্যমে ২নম্বর পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল কাদির, সাধারণ সম্পাদক শাহীন আহমদ ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।
ওডি/এসএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড