আবুল মনছুর, হাটহাজারী (চট্টগ্রাম)
হালদা নদীতে অভিযান চালিয়ে দুটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে উপজেলা প্রশাসন। জরিমানা করা হয়েছে ২০ হাজার টাকা।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় হালদা নদীর ছত্তারঘাট এলাকায় আকস্মিক এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম।
জানা গেছে, হালদা নদীর ছত্তারঘাট বালুরটাল এলাকা থেকে ২টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। নৌকাগুলো অবৈধভাবে বালু তোলার কাজে ব্যবহৃত হয়।
ইউএনও মো. শাহিদুল আলম বলেন, আজ সকালে হালদার ছত্তারঘাট এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে দুইটি ইঞ্জিনচালিত বালুবোঝাই নৌকা জব্দ করা হয়। এ সময় নৌকার মালিকদেরকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে ভবিষ্যতে হালদা নদীর ক্ষতি হয় এমন কোনো কাজে সম্পৃক্ত না হওয়ার শর্তে নৌকা দুটি ছাড়া হয়েছে।
আরও পড়ুন : ঐতিহ্যের ধারক বাঁশখালীর বখশি হামিদ জামে মসজিদ
তিনি আরও বলেন, হালদা নদীতে নিয়মিত কঠোর অভিযান চলমান থাকবে। সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ রইল।
ওডি/এএম
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড