তন্ময় কুমার সাহা, রায়পুরা (নরসিংদী)
গত ২৮ নভেম্বর ২০২১ এ ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মরজাল ইউনিয়ন ও মির্জাপুর ইউনিয়নে মামলা জটিলতার কারণে ওই ইউনিয়নের চেয়ারম্যানরা শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি।
বুধবার (১২ জানুয়ারি) সকালে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে রায়পুরা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানগণদের শপথ পাঠ করান নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
রায়পুরা উপজেলার ১০ ইউপি থেকে যারা শপথ নিয়েছেন তারা হলেন- রায়পুরা ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন, অলিপুরা ইউপি চেয়ারম্যান মাসুদ ভূঁইয়া, রাধানগর ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম তপন, ডৌকাচর ইউপি চেয়ারম্যান মাসুদ ফরাজি, চান্দেকান্দী ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খন্দকার মিতুল, মুছাপুর ইউপি চেয়ারম্যান হোসেন ভূঁইয়া, মহেশপুর ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন চাঁন মিয়া খাঁ, উত্তরবাখন নগর ইউপি চেয়ারম্যান হাবিব উল্লাহ, আদিয়াবাদ ইউপি চেয়ারম্যান হাজী সেলিম, পলাশতলী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর ভূঁইয়া।
ওডি/এসএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড