আল মামুন, জয়পুরহাট
জয়পুরহাটে র্যাবের অভিযানে কিডনি বেচ-কেনার সাথে জড়িত কালাই উপজেলার ৯ কিডনি দালালকে আটক করেছে।
বুধবার (১২ ডিসেম্বর) সকালে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
র্যাব-৫ রাজশাহীর কমান্ডার লে. কর্ণেল জিয়া সংবাদ সম্মেলন বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে কালাই উপজেলার কিছু দালাল অর্থের প্রলোভন দেখিয়ে নিরীহ মানুষদের কাছ থেকে কিডনি কিনে নিচ্ছে কিন্তু পরবর্তীতে তাদের অর্থ দেওয়া হচ্ছেনা। যা ১৯৯৯ সালের মানব দেহের অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে অপরাধ।
এ সময় জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার তৌকির ও কমান্ডার জাহিদ, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাড. নৃপেন্দ্রনাথ মণ্ডল, সাধারণ সম্পাদক রতন কুমার খাঁসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ওডি/এসএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড