তুষার আহমেদ, নারায়ণগঞ্জ
নির্বাচন কেন্দ্রীক সহিংসতার দায় নির্বাচন কমিশনের ওপর বর্তায় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
বুধবার (১২ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনি পরিস্থিতি পরিদর্শনের পর বিকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
নুরুল হুদা বলেন, ‘সারাদেশে নির্বাচন পরবর্তী সহিংসতা আমরা লক্ষ করেছি। ফলাফল ঘোষণার পর যেই প্রার্থী পরাজিত হয়, সে তা মানতে চায় না। আমাদের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তারা মারধর করে, ঘেরাও করে, ইটপাটকেল নিক্ষেপ করে এবং নিজেরা খুনোখুনি করে। এগুলো কাম্য নয়। এসব সহিংসতার দ্বায় আমাদের নয়।’
তিনি বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করি। কারও মায়ের বুক খালি হবে, সেটা আমরা চাই না। মানুষ যদি অন্যায় আচরণ করে এবং অনুশাসন না মানে, তাহলেই বিশৃঙ্খলা হয়। নিজেদের মধ্যে শত্রুতা নিয়ে এগুলো হয়ে থাকে। প্রভাব বিস্তারের জন্য হয়, জয়-পরাজয় নিয়ে হয়। এসবের দায় আমাদের ওপর দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা আমাদের চেষ্টা করি। এরপরও যেগুলো হয়, সেগুলো প্রার্থী ও তার সমর্থকদের অসহনশীলতার জন্য হয়।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনেও এমন সহিংসতার পূনরাবৃত্তি ঘটবে কিনা- এমন প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নারায়ণগঞ্জের দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে। নির্বাচন পরবর্তী সময়েও আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুবই সতর্ক অবস্থানে থাকবে। তাছাড়া এটা শহর এলাকা হওয়ায় এখানে তেমন কোনো সংঘাতের সুযোগ বা সম্ভাবনা দেখছি না। যথেষ্ট পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে, ম্যাজিস্ট্রেট থাকবে। ইতোমধ্যেই র্যাব ও পুলিশ কাজ করছে। কেউ যদি সংঘাতের চেষ্টা করেও তা দমন করা হবে। এখানে বিশৃঙ্খলা ঘটানো সম্ভব হবে না।’
আরও পড়ুন : মঠবাড়িয়ায় ছয় ব্যবসায়ীকে জরিমানা
নারায়ণগঞ্জে সংঘাতের সম্ভবনা নেই জানিয়ে কে এম নূরুল হুদা আরও বলেন, ‘এখানে আলোচনায় থাকা দুই মেয়র প্রার্থীর মধ্যে সংঘাতের মতো অবস্থান আমরা দেখিনি। বিগত সময়ে তাদের মধ্যে যা হয়েছে তা ছিল রাজনৈতিক বক্তব্য। তা অপ্রীতিকর পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার মতো নয়। তাছাড়া, বিভিন্ন নির্বাচনে কমিশনার প্রার্থীদের মধ্যে সমস্যা দেখা গেলেও নারায়ণগঞ্জের পরিবেশ এখনো পর্যন্ত ভালো আছে। আসল হচ্ছে মেয়র প্রার্থী। মেয়র প্রার্থীদের মধ্যে যদি সহনশীলতা থাকে, সেটার প্রভাব কাউন্সিলরদের ওপর পরে। আমি দেখেছি এখানে মেয়র প্রার্থীদের মধ্যে সহনশীলতা রয়েছে।’
নির্বাচনি পরিস্থিতি পরিদর্শনকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার জায়েদুল আলমসহ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওডি/নিলয়
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড