রুম্মান হাওলাদার, পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ জানুয়ারি) দুপুরে পৌর শহরের বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পিরোজপুর জেলার সহকারী পরিচালক দেবাশীষ রায়।
এ সময় পৌর বাজারের দোকানে পণ্যের মূল্য তালিকা না রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মোট ৮ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। সাথে অর্থদণ্ড প্রাপ্তদের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে ধারণা দেওয়া হয়।
আরও পড়ুন : ঐতিহ্যের ধারক বাঁশখালীর বখশি হামিদ জামে মসজিদ
সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পিরোজপুর জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে এ জরিমানা করা হয়েছে। সেই সাথে সবাইকে সাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
ওডি/এএম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড