এমদাদুল হক লালন, বকশীগঞ্জ (জামালপুর)
জামালপুর বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের কাছে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সরজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি গাড়ীর নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুণ বেশি টোল আদায় করা হচ্ছে।
নকলা থেকে আসা এক দর্শনার্থী শাহীন মিয়া জানান, জেলা পরিষদের চাটে দেওয়া আছে মাইক্রোবাস, পিকআপ ভ্যান এর টোল বাদব ১৫০ টাকা কিন্তু তারা আমাদের কাছ থেকে নিচ্ছে ৩ শত টাকা সেই সাথে ২য় গেটেও দিতে হয় ১ শত টাকা থেকে ১ শত ৫০ টাকা।
বকশীগঞ্জ থেকে আসা এক শিক্ষার্থী জানান, মোটর সাইকেলের টোল বাবদ রশিদে লেখা ২০ টাকা। কিন্তু তারা আমাদের কাছে নিচ্ছে ৪০ থেকে ৫০ টাকা।
ওই এলাকার অনেকেই অভিযোগ করে বলেন, অতিরিক্ত টোল আদায়ে প্রশাসনের নজরদারি প্রয়োজন।
এ বিষয়ে লাউচাপড়া বিনোদন কেন্দ্রের ইজারাদার সামিউল হকের সাথে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
টোল আদায়ের রশিদ। ছবি : অধিকার
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা দৈনিক অধিকারকে বলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন : লালমনিরহাটের ১৬ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ দৈনিক অধিকারে জানান, যদি এরকম কাজ কেউ করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ওডি/এসএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড