সারাদেশ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে দেশীয় অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন সদস্যরা।
বুধবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে জাদিমুড়া ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কেফায়েত উল্লাহ (২২), জাহির আহম্মদ ওরফে জাকির আহম্মদ (৪১),মোহাম্মদ আলম (২৫), সামছু ওরফে সমছু (৩২) ও নূর মোহাম্মদ (২৫)।
এপিবিএন সূত্র থেকে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে হ্নীলা জাদিমুড়া ক্যাম্পে অভিযান চালানো হয়। ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। আটকরা পুলিশ হেডকোয়ার্টারের তালিকাভুক্ত রোহিঙ্গা ডাকাত। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন সাইজের চারটি রামদা জব্দ করা হয়েছে।
টেকনাফ-১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (এস পি) তারিকুল ইসলাম তারিক জানান, তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ওডি/এসএ
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড