সারাদেশ ডেস্ক
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্বাচনি সহিংসতায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে চাতরি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ওমকার দত্ত (৩৫)।
বিষয়টি জানায়, ওই থানার নির্বাচন কর্মকর্তা সৈয়দ মো. আনোয়ার খালেদ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, নির্বাচনি সহিংসতায় ১ জন নিহত হয়েছে।
এদিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাজিম উদ্দিন।
আরও পড়ুন : সময় বাঁচাতে ঝুঁকি নিয়েই সেতু দিয়ে চলাচল
বুধবার সকাল ১০টায় উপজেলা চত্বরে এসে তিনি এই ঘোষণা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন কিছু সমর্থক। তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ চৌধুরী আশরাফের বিরুদ্ধে কেন্দ্র দখল, হামলা ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন।
ওডি/এসএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড