সারাদেশ ডেস্ক
রাজবাড়ীর পাংশা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে ঘন কুয়াশা ও সূর্য না উঠায় মোমবাতি জ্বালিয়ে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) সকালে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার বিদ্যুৎহীন ভোটকেন্দ্রের বুথে মোমবাতি জ্বালিয়ে ভোটগ্রহণ করতে দেখা গেছে।
ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, তীব্র শীত ও শৈত্যপ্রবাহ উপেক্ষা করে নাদুরিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার ভোটকেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড়।
ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কক্ষের ভেতরে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় কক্ষ অন্ধকার। তাই মোমবাতি জ্বালিয়ে ভোটগ্রহণ হচ্ছে।
আক্কাস ফকির নামে এক ভোটার বলেন, তীব্র শীত উপেক্ষা করে সকাল সকালই ভোট দিতে চলে এলাম। কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে ভোট নেওয়া হচ্ছে।
শারমিন নামে এক নারী ভোটার বলেন, তীব্র শীত উপেক্ষা করে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। আমাদের এই কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকায় মোমবাতি জ্বালিয়ে ভোটগ্রহণ চলছে।
পাংশা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আলীম বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। ভোটাররা যাতে তাদের ভোটাধিকার সহজে প্রয়োগ করতে পারেন তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন : কুমিল্লার ২৫ ইউনিয়নে ভোট চলছে
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পাংশা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪৯ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য পদে ৩৩৯ জন ও সংরক্ষিত সদস্য পদে ১০৭ জন অংশগ্রহণ করছেন। মোট ১ লাখ ২৮ হাজার ৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৪ হাজার ৫৬ জন এবং নারী ভোটার ৬৪ হাজার ৪১ জন।
ওডি/এসএ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড