• শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯  |   ২২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাগেরহাটে ৭০০ শালিক পাখি উদ্ধার

  সারাদেশ ডেস্ক

০৩ জানুয়ারি ২০২২, ১৫:৪৯
বাগেরহাট
বন্দি শালিক পাখি (ছবি : সংগৃহীত)

বাগেরহাটের মোল্লাহাটে দুটি বাড়ি থেকে প্রায় ৭০০ শালিক উদ্ধার করেছে পুলিশ। পরে পাখিগুলো আকাশে অবমুক্ত করা হয়।

শনিবার (১ জানুয়ারি) রাতে ও রবিবার (২ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাওলা ইউনিয়নের রাজপাট এলাকার কাকা মিয়ার বাড়ি থেকে বন্দি অবস্থায় ৫০০ এবং পার্শ্ববর্তী আরেকটি বাড়ি থেকে আরও ২০০ শালিক উদ্ধার করে মোল্লাহাট থানা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শিকার করা শত শত শালিক আটকে পাখির খামার গড়ে তুলেছিলেন তোতা মিয়া নামের মোল্লাহাটের এক ব্যক্তি। এ অঞ্চলে কেউ শালিক খান না। তবে বিভিন্ন হোটেলে ‘কোয়েল’ বলে শালিকের মাংস খাওয়ানো হয়। শালিক, ময়না ও টিয়ার মতো মানুষের ভাষায় কথা বলতে পারে, তাই এলাকায় অসংখ্য বাড়িতে অনেকেই শৌখিনভাবে খাঁচায় দু-একটি করে শালিক পালন করেন। তবে অভিযোগ রয়েছে, তোতা মিয়া খুলনাসহ বিভিন্ন এলাকায় পাইকারি দরে বিক্রি করেন শালিক।

আরও পড়ুন : মানিকগঞ্জের পঞ্চম ধাপের ইউপি নির্বাচন, ২৪ নেতা বহিষ্কার

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, স্থানীয় মোল্লাহাটের বিল থেকে পাখিগুলো ধরে এনে বিক্রির জন্য রাখা হয়েছিল। পরে উদ্ধার করা পাখি আকাশে অবমুক্ত করা হয়।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড