• মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

দীঘিনালায় বই বিতরণ শুরু

  মো. সোহেল রানা, দীঘিনালা (খাগড়াছড়ি)

০১ জানুয়ারি ২০২২, ১৭:০৭
দীঘিনালায় বই বিতরণ শুরু
বই বিতরণ । ছবি : অধিকার

খাগড়াছড়ি দীঘিনালায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে করোনা কারণে বই উৎসব না করে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সরকারি বই বিতরণ শুরু হয়েছে।

শনিবার (১জানুয়ারী) দীঘিনালা উপজেলার প্রাথমিক সরকারি পর্যায় ১৪হাজার ও বেসরকারি ও মাদরাসা পর্যায় ১৩হাজার বই বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ শুরু করেছে নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকরা।

সরকারি ভাবে বই বিতরণে কোনো উৎসব না থাকায় বিদ্যালয়ের শিক্ষকরাই শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন। তবে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে ছিল আনন্দের উচ্ছ্বাসের কমতি ছিলা না। ১ নাম্বর কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত থেকে বই বিতরণ করেন উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সুস্মিতা ত্রিপুরা।

১ নম্বর কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একমেএম বদিউজ্জামন বলেন, সরকারি ভাবে বই বিতরণে কোনো উৎসব করা নিদের্শ ছিল। তবে আমরা শিক্ষকরা মিলে বছরের ১ম দিনে ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই তুলে দিয়েছি। নতুন বই পেয়ে শিক্ষার্থীর অনেক আনন্দে মেতে উঠেছে।

দীঘিনালা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুস্মিতা ত্রিপুরা বলেন, উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে ১৪ হাজার, বেসরকারি ও মাদরাসার প্রাথমিক পর্যায়ে ৩ হাজারসহ মোট ১৭ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড