• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মঠবাড়িয়ার ১১ ইউনিয়নে ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন

  মো. রুম্মান হাওলাদার, পিরোজপুর

৩১ ডিসেম্বর ২০২১, ২২:০০
ছাত্রদল
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিজ্ঞপ্তি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পিরোজপুর জেলার সর্ব বৃহত্তম মঠবাড়িয়া উপজেলার এগারোটি ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ ফরাজি ও যুগ্ম আহবায়ক শফি মাহমুদ রিয়াজ এ কমিটির অনুমোদন দেন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফি মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফি মাহমুদ জানান, এর আগে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশে ডিসেম্বর মাসের শুরুতে উপজেলার ১১টি ইউনিয়নে সংগঠনের কর্মীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয় এবং উপজেলা বিএনপি’র সুপারিশ ক্রমে ছাত্রদলের মাঠপর্যায়ের কর্মীদের মতামতের ভিত্তিতে ত্যাগী ও যোগ্যদের দিয়ে প্রত্যেক ইউনিয়নে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা দেওয়া হয়েছে।

এতে উপজেলার ১ নং তুষখালী ইউনিয়নে মিরাজ তালুকদার সভাপতি, জহির ফরাজি সাধারণ সম্পাদক, ২ নং ধানীসাফা ইউনিয়নে ত্বোহা হাওলাদার সভাপতি, নাঈম হোসেন সাধারণ সম্পাদক, ৩ নং মিরুখালী ইউনিয়নে রাজু গাজী সভাপতি ও মাসুম হাওলাদার সাধারণ সম্পাদক ৪ নং দাউদখালি ইউনিয়নে আরিফুর রহমান সভাপতি, জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক, ৫ নং মঠবাড়িয়া সদর ইউনিয়নে মেহেদী হাওলাদার সভাপতি, জুবায়ের সাধারণ সম্পাদক, ৬ নং টিকিকাটা ইউনিয়নে মেহেদী হাসান সভাপতি, কাওসার হাওলাদার সাধারণ সম্পাদক, ৭ নং বেতমোর রাজপাড়া ইউনিয়নে মিঠু মিয়া সভাপতি, আলআমিন সাধারণ সম্পাদক, ৮ নং আমরাগাছিয়া ইউনিয়নে ইব্রাহিম হোসেন শামীম সভাপতি, রাজু মিয়া সাধারণ সম্পাদক, ৯ নং সাপলেজা ইউনিয়নে শুভ ফরাজি সভাপতি, তুহিন শরীফ সাধারণ সম্পাদক ১০ নং হলতা গুলশাখালী ইউনিয়নে ইমরান সভাপতি, শাকিল আহমেদ খান সাধারণ সম্পাদক এবং ১১ নং বড় মাছুয়া ইউনিয়নে মো. মিনহাজুল ইসলাম রিফাত সভাপতি, জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

তিনি আরও জানান, অতি শীঘ্রই জেলা কমিটির নির্দেশনা অনুযায়ী এই কমিটি জেলায় প্রেরণ করা হবে।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাদাৎ ফরাজি, পিরোজপুর জেলা ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক মামুনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড