• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফরিদগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ

  মশিউর রহমান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

২৯ ডিসেম্বর ২০২১, ১৮:৫৬
সংঘর্ষ
সংঘর্ষ (ছবি : অধিকার)

চাঁদপুরের ফরিদগঞ্জে আগামী ৫ জানুয়ারি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নৌকা ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ২০টির মত মোটরসাইকেল ভাঙচুর হয় বলে খবর পাওয়া গেছে। আহতরা স্থানীয় উপজেলা সদর হাসপাতাল, চাঁদপুর জেলা সদর হাসপাতাল, রায়পুর সদর হাসপাতালসহ স্থানীয় আরও কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

জানা যায়, গতকাল বিকালে আ. লীগের নৌকা প্রতীকের বিদ্রোহী আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ. লীগ নেতা আব্দুল কাদের খোকন মোটরসাইকেল শোভাযাত্রা বের করলে তা স্থানীয় অঞ্চল ঘুরে এসে চাঁদপুরের রায়পুর আঞ্চলিক মহাসড়কের উপরে গৃদকালিন্দিয়া বাজারে উপস্থিত হলে বিপরীত দিক থেকে একই স্থানে নৌকা প্রতীকের সমর্থনে মিছিল এসে উপস্থিত হলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন : যুবলীগ নেতার হাতে আ. লীগ নেতা খুন

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহিদ হোসেন বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। উভয়পক্ষের অভিযোগ আমলে নিয়ে সমাধানের চেষ্টা চলছে। এ ঘটনায় ২৫-৩০ জনের মতো আহত হয়েছে বলে খবর পেয়েছি। তারা স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড