• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গভীর রাতে পুড়ে ছাই শিক্ষার্থীদের নতুন বই

  আবুল মনছুর, হাটহাজারী (চট্টগ্রাম)

২৯ ডিসেম্বর ২০২১, ১৬:০৬
বই
আগুনে পুড়ে যাওয়া নতুন বই। ছবি : অধিকার

গভীর রাতে চট্টগ্রামের হাটহাজারীতে একটি মাদরাসায় আগুন লেগে শিক্ষার্থীদের জন্য মজুদ করা নতুন বই পুড়ে ছাই হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ১১ নম্বর ফতেপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জোবরা এলাকার জোবরা তা'লীমুল কুরআন নূরানী মাদরাসায় ওই অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নিকাণ্ডে মাদরাসার শিক্ষার্থীদের জন্য রাখা ৭০ হাজার টাকার নতুন বইসহ সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মাদরাসা কর্তৃপক্ষের।

তবে কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনো অজানা বলে জানিয়েছে হাটহাজারী ফায়ার সার্ভিস।

মাদরাসার পরিচালক মাওলানা মো. ওসমান গণি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ক্লাস চলতো ওই মাদরাসাটিতে। বর্তমানে নতুন ছাত্র-ছাত্রীর ভর্তি কার্যক্রম চলছে। এরই মধ্যে মঙ্গলবার রাত দুইটার দিকে হঠাৎ মাদরাসার ভেতরে আগুন দেখা যায়।

পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও টিনশেড ঘর হওয়ায় আগুন মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে নতুন বইসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন : কালিয়াকৈরে কয়েল কারখানায় আগুন

এ দিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম বুধবার (২৯ ডিসেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই সময় মাদরাসায় তাৎক্ষণিক ১০টি কম্বল প্রদান করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ সময় নির্বাচিত চেয়ারম্যান জায়নুল আবেদীন, ইউপি সদস্য আলমগীর ভুট্টো, নির্বাচিত সদস্য আকমল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড