• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেরপুরে সীলযুক্ত বস্তাভ‌র্তি ব্যালট পেপার জব্দ

  শেরপুর প্রতিনিধি

২৯ ডিসেম্বর ২০২১, ১০:৪০
শেরপুর সীলযুক্ত বস্তাভ‌র্তি ব্যালট পেপার উদ্ধার
ব্যালট পেপার জব্দ। ছবি : অধিকার

শেরপুরের শ্রীবরদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সীল যুক্ত ব্যালট পেপার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপ‌জেলার রা‌ণি‌শিমুল ইউনিয়নের বাঘহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বস্তাভ‌র্তি ওই ব্যালট পেপার জব্দ করা হয়।

ব্যালট পেপার গুলো বিদ্যালয় অফিস কক্ষে কালো কাপড় দিয়ে মোড়ানো ছিল। এ ঘটনায় প্রিজাইডিং অফিসার ছাবেদ আলীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। সে বালুরচর হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক। পরে জব্দকৃত ব্যালট পেপার বস্তাবন্দি করে সীলগালা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, ডিবির ওসি রেজাউল করিম, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা নির্বাচন অফিসার এন এম সাজ্জিল সাদিক, গো‌য়েন্দা সংস্থার কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর রাণিশিমুল ইউনিয়নের বাঘহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে প্রিজাইডিং অফিসার ফলাফল সীট দিয়ে চলে যায়। পরে ২৮ ডিসেম্বর ওই বিদ্যালয়ের দফতরি কাম নৈশ প্রহরী মাখন মিয়া অফিস কক্ষে গেলে ব্যালেট পেপার দেখে প্রিজাইডিং অফিসারকে খবর দেয়। ঘটনা জানা জানি হলে সহস্রাধিক স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে হাজির হয়। প‌রে তারা পুনরায় নির্বাচনের দাবি তুলে বিক্ষোভ শুরু করে।

এ সময় প্রিজাইডিং অফিসার ব্যালট নিতে আসলে এলাকাবাসী তাকে বিদ্যালয় কক্ষে আটক করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, থানা অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাচন অফিসার, সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় প্রিজাইডিং অফিসার ছাবেদ আলীকে থানা হেফাজতে নেওয়া হয় এবং জব্দকৃত ব্যালেট পেপার বস্তাবন্দি করে সীল গালা করা হয়।

প্রিজাইডিং অফিসার ছাবেদ আলী বলেন, নির্বাচন শেষে তাড়াহুড়া করতে গিয়ে ব্যালেট পেপার গুলো অফিস কক্ষে ফেলে চলে যায়।

আরও পড়ুন : শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রিজাইডিং অফিসার ও ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড