• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে সিল মারা ২০০ ব্যালট পেপার উদ্ধার

  এসএম ইউসুফ আলী, ব্যুরো প্রধান, ফেনী

২৭ ডিসেম্বর ২০২১, ১৮:০৬
ব্যালট পেপার উদ্ধার
ব্যালট পেপার উদ্ধার (ছবি : অধিকার)

ফেনীতে ভোটকেন্দ্রের পাশে ঝোপের আড়াল থেকে নৌকার প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সিল মারা প্রায় ২০০ ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) জেলার সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি হোসাইনিয়া মাদরাসা কেন্দ্র সংলগ্ন ঝোপের আড়ালে ব্যালটগুলো দেখতে পায় এলাকাবাসী।

স্থানীয়রা জানান, ব্যালটগুলোতে আ. লীগের বিদ্রোহী প্রার্থী সামছুল আরেফিনের ঘোড়া প্রতীক ও ইসলামী আন্দোলনের ফখরুদ্দিনের হাতপাখার প্রতীকের সিল মারা রয়েছে। পাশে একটি সিলমোহরও দেখা গেছে। ব্যালটগুলোর অপর পাতায় ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষরিত ব্যালটগুলো গ্রামবাসী উদ্ধার করলেও প্রশাসনের পক্ষে থেকে সেগুলো জব্দ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় রাহাত ও নুর আলম বলেন, রবিবার চতুর্থ দফার ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে নৌকা প্রতীকের পক্ষে বহিরাগতরা কেন্দ্র দখল করে সিল মারেন। আমরা গ্রামবাসী প্রতিবাদ করলেও প্রশাসনের সহযোগিতা পাইনি। প্রিজাইডিং কর্মকর্তাকে জাল ভোট দিতে সুযোগ না দেওয়ার অনুরোধ করলেও তিনি আমাদের পাত্তা দেননি। ভোট গণনার পর ফলাফল কেন্দ্রে প্রকাশের অনুরোধ করলেও তিনি আমলে নেননি।

তবে অভিযোগ অস্বীকার করে প্রিজাইডিং কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, কাউকে অনৈতিক সুবিধা দেওয়া হয়নি। ভোট গণনা শেষে সবকিছু রিটার্নিং কর্মকর্তার কাছে বুঝিয়ে দিয়েছি। কীভাবে সিলমারা ব্যালট বাইরে গেল তা রিটার্নিং কর্মকর্তা বলতে পারবেন।

এদিকে ভোটকেন্দ্রের ফলাফল পুনরায় গণনার দাবি নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ওই ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী এনামুল হক শিফন ও সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী মঞ্জু রানী দেবী। তাদের দাবি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ফলাফলে বৈধ ও বাতিল ভোটের সংখ্যার গরমিল রয়েছে এবং ফলাফল শিটে ফ্লুইড ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন : অর্ধশতাধিক ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে স্কুল কার্যক্রম

এ বিষয়ে রিটানিং কর্মকর্তা তুর্য সাহা বলেন, ব্যালট কীভাবে বাইরে গেল, প্রিজাইডিং কর্মকর্তা বলতে পারবে। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড