• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীর ৮ ইউপির চেয়ারম্যান নির্বাচিত

  এস এম ইউসুফ আলী, ব্যুরো প্রধান (ফেনী)

২৭ ডিসেম্বর ২০২১, ১৬:২৯
ফেনী
(ছবি : অধিকার)

ফেনীর দাগনভূঞা উপজেলার ১টি ও সোনাগাজী উপজেলার ৭টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে শুধুমাত্র সোনাগাজী উপজেলার নবাবপুর ছাড়া বাকী ৬ ইউপিতে নৌকা প্রার্থীরা বিজয়ী হয়েছেন। দাগনভূঞার একমাত্র ইউনিয়ন জায়লস্কর ইউপিতে তৃতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মামুনুর রশীদ মিলন।

রবিবার (২৬ ডিসেম্বর) ৪র্থ ধাপে বিক্ষিপ্ত কিছু অনাকাংখিত ঘটনা ছাড়া প্রায় সব ইউনিয়নেই অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনি এলাকায় আইনলঙ্গনের দায়ে ৭৫ ব্যক্তিকে আটক করে আইনশৃংখলা বাহিনী।

সোনাগাজীর দক্ষিণ চরছান্দিয়া হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলে বহিরাগতদের বাধা দিলে তাদের ছোড়া গুলিতে ১১ ব্যক্তি রাভার বুলেটবিদ্ধ হয়। মতিগঞ্জ ইউপির স্বরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৩ জনকে কুপিয়ে আহত করা হয়েছে।

একই উপজেলার চরসাহাভিকারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার দায়ে প্রিজাইডিং অফিসার এটিএম শফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া সোমবার (২৭ ডিসেম্বর) সকালে ওই উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি হোসাইনিয়া দাখিল মাদরাসা কেন্দ্রের পাশে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ঘোড়া প্রতীকে সিলমারা বেশ কিছু পরিত্যক্ত ব্যালট পেপার দেখতে পেয়ে ছবি তোলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় স্থানীয়রা।

অপরদিকে দাগনভূঞা উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৬টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে, এর আগেই ৫টিতে একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে বিনা ভোটে নৌকা প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।

শুধুমাত্র জায়লস্কর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মামুনুর রশীদ মিলন ১৬ হাজার ৪০৫ ভোট পেয়ে তৃতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত এ ইউনিয়নের একমাত্র স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাংবাদিক রফিকুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ১ হাজার ২১৯ ভোট পেয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন জানায়, ভোটেভোটিতে নির্বাচিত সোনাগাজীর চরমজলিশপুরে বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকের প্রার্থী এমএ হোসেন ১০ হাজার ৩১৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীক নিয়ে এম.এ তাহের পেয়েছেন ৭৮৯ ভোট। বগাদানা ইউনিয়নে নৌকা প্রার্থী আলাউদ্দিন বাবুল ৮ হাজার ৯৫২ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম শিপন পেয়েছেন ২ হাজার ৪১ ভোট।

চরদরবেশ ইউনিয়নে নৌকা প্রার্থী নুরুল ইসলাম ভূট্টো ৯ হাজার ৭০০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক নাফিজ উদ্দিন পেয়েছেন ৪ হাজার ২০১ ভোট। চরছান্দিয়া ইউনিয়নে নৌকা প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন ৮ হাজার ৩৮৩ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়পার্টি মনোনিত লাঙ্গলের প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান পেয়েছেন ৫ হাজার ৩৭০ভোট।

সোনাগাজী সদর ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী উম্মে রুমা ৪ হাজার ১৯৯ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল আনেফিন পেয়েছেন ২ হাজার ৮০৪ ভোট। আমিরাবাদ ইউপিতে নৌকা প্রার্থী আজিজুল হক হিরণ ১৩ হাজার ৯১১ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়েজুল হক সেলিম পেয়েছেন ৪৮৯ ভোট।

নবাবপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী জহিরুল আলম জহির ৪ হাজার ৮২১ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী দেলোয়ার হোসেন পেয়েছেন ৪ হাজার ৭৩৫ ভোট।

অপরদিকে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউপিতে নৌকার প্রার্থী মামুনুর রশিদ মিলন ১৬ হাজার ৪০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ২১৯ ভোট।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড