• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

জহিরুল হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড

  সারাদেশ ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২১, ১৯:২৩
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া আ. লীগের স্থানীয় নেতা জহিরুল হক হত্যা মামলায় ১৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৮ জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।

রবিবার (২৬ ডিসেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে ২০১৬ সালের ১৪ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া উত্তর পৌরতলা বাসস্ট্যান্ড থেকে অটোরিকশায় করে নিজ গ্রাম পয়াগের বাসায় ফিরছিলেন জেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক। পথে আসামি বসু মিয়া, হাবিবুর রহমান, শহিবুর রহমান, কবির মিয়া, সাচ্চু মিয়া, মোখলেছ মিয়া, রুহান ওরফে বোরহান, শিথীল আহমেদ, রহমত উল্লাহসহ অন্যরা অটোরিকশাটি আটকায়। এ সময় জহিরুলকে আসামিরা কুপিয়ে জখম করেন। ঘটনার রাতেই ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : নৌকার বিপক্ষে আ. লীগ নেতার গোপন বৈঠক, ভিডিয়ো ভাইরাল

পরে এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হত্যামামলা দায়ের করেন নিহতের ভাই কবির হোসেন। এরপর পুলিশ মামলাটি তদন্ত করে ২১ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলার ১৬ আসামি বর্তমানে কারাগারে আছেন, বাকিরা পলাতক।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড