• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দাগনভূঞায় নারী ভোটারদের দীর্ঘ লাইন

  এসএম ইউসুফ আলী, ব্যুরো প্রধান, ফেনী

২৬ ডিসেম্বর ২০২১, ১৪:০৭
নারী ভোটারদের দীর্ঘ লাইন
নারী ভোটারদের দীর্ঘ লাইন (ছবি : অধিকার)

বিপুল উৎসাহ-উদ্দীপনায় ফেনীর দাগনভূঞা উপজেলায় ৪র্থ ধাপে ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

রবিবার (২৬ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। এছাড়াও ৬টি ইউনিয়নের প্রায় সবকটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে জায়লস্কর ইউনয়নে ইভিএম'র কারণে ভোটগ্রহণ কিছুটা ধীরগতি হওয়ায় ভোটাররা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শুধুমাত্র পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের পূর্ব চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর সাথে সাথে আপেল প্রতীকের লোকজন কেন্দ্র দখলের অপচেষ্টা করলেও পুলিশ ও বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : অর্ধশতাধিক ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে স্কুল কার্যক্রম

জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারি জানান, দাগনভূঞা উপজেলায় ছয়টি ইউপির মধ্যে পাঁচটিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুধু জায়লস্কর ইউপিতে চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬ ইউনিয়নে সাধারণ ও সংরক্ষিত মহিলা পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে ৬৩টি কেন্দ্রে নারী ও পুরুষ মিলে ১ লাখ ৫৩ হাজার ১৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড