• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোনাগাজীতে ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়ায় ১৩ এজেন্ট আটক

  এস এম ইউসুফ আলী,ব্যুরো প্রধান (ফেনী)

২৬ ডিসেম্বর ২০২১, ১২:৫০
সোনাগাজীতে ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়ায় ১৩ এজেন্ট আটক
ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়ায় ১৩ এজেন্ট আটক। ছবি : অধিকার

ফেনীর সোনাগাজীতে ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করায় বিভিন্ন প্রার্থীর ১৩ জন এজেন্টকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রবিবার(২৬ ডিসেম্বর) উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের মধ্যম চরছান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

নির্বাচনি এলাকায় নিরাপত্তায় র‍্যাব, বিজিবি, পুলিশ ও বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ও টহলে রয়েছে।

এছাড়াও ভোটের আগের রাত থেকে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত তাৎক্ষণিক আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচনি এলাকায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগে রয়েছেন।

নির্বাচনে সোনাগাজীর ৯টি ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ৯৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২টি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাকি ৭টিতে ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ৯১টি কেন্দ্রে ৫৩৯টি বুথে ২ লাখ ৬ হাজার ৪২ জন ভোটার রয়েছেন।

আরও পড়ুন : ঝিনাইদহের ১৫ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে

সোনাগাজী উপজেলায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড