• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় শতাধিক যানবাহন

  সারাদেশ ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২১, ১০:৪২
দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় শতাধিক যানবাহন
পারাপারের অপেক্ষায় থাকা যানবাহন (ফাইল ছবি)

ঘন কুয়াশার কারণে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে পুনরায় শুরু হয়েছে ফেরি চলাচল। শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টার পর কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন।

শুক্রবার সকাল ৮টায় দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জামাল হোসেন ফেরি চালু হওয়ার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।

দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক বলেন, মধ্যরাতের দিকে হঠাৎ কুয়াশার পরিমাণ বেড়ে যায়। এ সময় ফগলাইট দিয়েও সামনে কিছু দেখা যাচ্ছিল না। তাই নৌ দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকালে কুয়াশার পরিমাণ কমে এলে ৭টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এ দিকে ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের চার কিলোমিটার এলাকায় ছয় শতাধিক দূরপাল্লার নৈশ কোচ, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়।

এছাড়া ঘাট থেকে সাড়ে ১৩ কিলোমিটার পেছনে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে আরও দুই কিলোমিটার এলাকায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানকে আটকে থাকতে দেখা গেছে। এসব ট্রাক ১৬ থেকে ১৮ ঘণ্টা ঘাট এলাকায় অপেক্ষা করছে বলে জানা যায়।

গোয়ালন্দ মোড়ে আটকে থাকা ট্রাকচালক নাজিম হাওলাদার বলেন, গতকাল দুপুর থেকে গোয়ালন্দ মোড়ে আটকে আছি। সারারাত ট্রাকে ছিলাম। রাতে গাড়ির চাকা একটুও নড়েনি। সকালেও একই অবস্থা।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে আটকে থাকা বাসযাত্রী হান্নান বলেন, অনেক সময় ধরে লাইনে আছি। সাথে অনেক জিনিসপত্র, লাগেজ থাকায় বাস থেকে নেমে যেতে পারছি না।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জামাল হোসেন বলেন, ফেরি কম। আবার এখন কুয়াশার কারণে দীর্ঘ সময় ধরে ফেরি বন্ধ থাকছে। ফলে দৌলতদিয়া ঘাট এলাকায় গাড়ির চাপে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড