• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিক্ষার্থীকে ট্রাক থেকে ফেলে হত্যা: অবশেষে মামলা নিল পুলিশ

  মনিরুজ্জামান, নরসিংদী

২২ ডিসেম্বর ২০২১, ০৯:৪৭
শিক্ষার্থীকে ট্রাক থেকে ফেলে হত্যা: অবশেষে মামলা নিল পুলিশ
ট্রাক থেকে ফেলে দেওয়া শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

নরসিংদীতে ট্রাক থেকে ফেলে এইচএসসি পরীক্ষার্থী আবিরকে হত্যার ৭ দিন পর থানায় মামলা নিয়েছে শিবপুর থানা পুলিশ।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) মামলা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন শিবপুর থানার সহকারী পুলিশ সুপার মেজবাহ উদ্দিন। মামলায় বাদি হয়েছেন নিহতের মা পারভিন।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শহীদ মিনার এলাকায় আবিরকে চলন্ত ট্রাক থেকে লাথি মেরে ফেলে দেয় ট্রাক চালক কাউসার।

পরিবারের অভিযোগ, সিসিটিভি ফুটেজ ও লাশের ময়নাতদন্তের পরও মামলা নিতে টালবাহানা করছে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি।

এ বিষয়ে ২০ ডিসেম্বর বিভিন্ন টেলিভিশনে প্রতিবেদন প্রচারিত হলে এর পরদিন ২১ ডিসেম্বর থানায় মামলা নেওয়ার হয় বলে জানায় শিবপুর থানা পুলিশ। তবে আসামি কাউসারকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আবিরের মা জানান, আবিরের বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি ট্রাকে হেলপারির কাজ শুরু করে আবির। সেই উপার্জনে সংসারের ভরণপোষণসহ নিজের পড়াশুনার খরচ চালাতেন তিনি।

আবিরের মা আরও জানান,ট্রাক চালক কাউসারের কাছে কিছু টাকা পেতো আবির। সেই টাকা দেওয়ার জন্যে ১৪ ডিসেম্বর মোবাইলে কল করে আবিরকে ডেকে নেয় কাউসার।

আরও পড়ুন : উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা আটক

এরপর তাকে চলন্ত ট্রাক থেকে লাথি মেরে ফেলে দেওয়া হলে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। পরে ১৫ ডিসেম্বর আবিরের মাথায় অস্ত্রোপচার করা হলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান তিনি।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড