• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেজর জিয়া গা ঢাকা দিয়ে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

  রফিক খান ও শুভংকর পোদ্দার (মানিকগঞ্জ)

২১ ডিসেম্বর ২০২১, ১৬:৩৩
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ছবি : অধিকার)

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মেজর জিয়াকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে সরকারের সর্বোচ্চ চেষ্টা রয়েছে। ইতোমধ্যে আদালত ৫ জনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবনের রায় দিয়েছেন। মেজর জিয়ার মাধ্যমে আনসারুল্লাহ বাহিনী দেশের জঙ্গির উত্থানের সৃষ্টি করেছিল। তাদের সব চেষ্টাই ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুরে মুক্তিযোদ্ধার ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মেজর জিয়া ও আকরামকে আমরা খুঁজছি। কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে সে অন্য কোনো দেশে গা ঢাকা দিয়ে আছে।

আরও পড়ুন : দেওয়ানগঞ্জের পৌর মেয়রকে দলীয় পদ থেকে বহিষ্কার

অনুষ্ঠানে মানিকগঞ্জ-৩ আসনের সাংসদ নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ. লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা আ. লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার মমিন উদ্দিন খান।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড