• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

পঞ্চগড়ে হাওয়া মেশিন বিস্ফোরণে নিহত ১, আহত ২

  এম মোবারক হোসাইন, পঞ্চগড়

১৮ ডিসেম্বর ২০২১, ১৭:২০
পঞ্চগড়ে হাওয়া মেশিন বিস্ফোরণে নিহত ১, আহত ২
পঞ্চগড়ে হাওয়া মেশিন বিস্ফোরণে। ছবি : অধিকার

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় হাওয়া লোড করার সময় হাওয়া মেশিন বিস্ফোরণে মামুন (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আরও ২ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার ভজনপুর এলাকার ডাঙ্গাপাড়া এলাকায় পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মামুন পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের জামুর দুয়ার গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে।

আহতরা হলেন-তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার সিরাজউদ্দীনের ছেলে রবিউল ইসলাম (৩০) ও পঞ্চগড় সদরের নিমনগর এলাকার মকলেছের ছেলে নাজমুন (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভজনপুর ডাঙ্গাপাড়া এলাকায় নাজমুন সকালে ট্রাকের টায়ারে মেশিনে হাওয়া লোড করছিল। এক সময় হাওয়া মেশিনটি বিস্ফোরিত হয়ে নাজমুনসহ পাশে থাকা মামুন ও রবিউলের গায়ে লাগে। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাহাবুবুল আলম ভুইয়া মামুনকে মৃত ঘোষণা করেন। এদিকে নাজমুনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিক্যালে প্রেরণ করা হয়।

আরও পড়ুন : বকশীগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সায়েম মিয়া হাওয়া বলেন, ‘আহত দুজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুরে প্রেরণ করা হয়েছে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড