• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভৈরবে মালবাহী ট্রেন থেকে মাদকদ্রব্য জব্দ

  নাজির আহমেদ আল-আমিন, ভৈরব (কিশোরগঞ্জ)

১৭ ডিসেম্বর ২০২১, ০৯:৩৮
ভৈরবে মালবাহী ট্রেন থেকে মাদকদ্রব্য জব্দ
মাদকদ্রব্য জব্দ । ছবি : অধিকার

কিশোরগঞ্জের ভৈরবে মালবাহী ট্রেন থেকে ৫০ কেজি গাঁজাসহ ৩৪ বোতল ফেন্সিডিল জব্দ করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টায় ভৈরব রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ৬০১ নং ট্রেনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এ নিয়ে একই মালবাহী ট্রেন থেকে তিনবার মাদক জব্দ করা হলো।

ভৈরব রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ভৈরব রেলওয়ে স্টেশনে প্লাটফর্মে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ৬০১ নং ট্রেনের বগিতে রেলওয়ে পুলিশ তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় জব্দ করে।

এসব মাদক দ্রব্য একটি চক্র নিয়মিত সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে বলে অভিযোগ রয়েছে। তবে উদ্ধারকৃত মাদকদ্রব্যের কোনো মালিক খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া এর আগে গত ৯ ডিসেম্বর বৃহস্পতিবার মালবাহী ট্রেনের বগি থেকে সাড়ে ১৪ কেজি গাঁজা ও ১৪ ডিসেম্বর মঙ্গলবার একই মালবাহী ট্রেনের বগি থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি গাঁজা জব্দ করে।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদাউস আহমেদ বিশ্বাস জানান, এই পর্যন্ত তিনবার একই মালবাহী ট্রেনে পরিত্যক্ত অবস্থায় গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে মাদক দ্রব্যের সংশ্লিষ্ট কোনো অপরাধীকে আটক করা যায়নি।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় তিন শ্রমিক নিহত

ধারণা করা যাচ্ছে মালবাহী ট্রেনে মালামাল বহন করা হয়, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর নজর কম থাকে সেজন্যই একটি চক্র মালবাহী ট্রেনে মাদক দ্রব্য পাচার নিরাপদ মনে করে। তবে এই চক্রটিকে সনাক্ত করতে রেলওয়ে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড