• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে দুই চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা, গ্রেফতার ৫

  এসএম ইউসুফ আলী, ব্যুরো প্রধান, ফেনী

১২ ডিসেম্বর ২০২১, ১৪:০৬
প্রতীকী ছবি

ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে আ. লীগের বিদ্রোহী দুই চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে উপজেলা আ. লীগের সভাপতি ও নৌকার প্রার্থী করিমুল্লাহসহ ৬০ জনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) রাত পর্যন্ত দুই মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, শুক্রবার রাতে ছনুয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা সাইফুল ইসলাম আবুর বাড়িতে এবং আরেক চেয়ারম্যান প্রার্থী মো. ইব্রাহিমের বাড়িতে ভাঙচুর ও গুলিবর্ষণ করেন নৌকার প্রার্থী করিমুল্লাহ ও তার সহযোগীরা। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দুই প্রার্থীর। পরে ক্ষতিগ্রস্ত দুই প্রার্থী বাদী হয়ে ফেনী মডেল থানায় এই দু’টি মামলা দায়ের করেন।

এতে বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী করিমুল্লাসহ ৬০ জনকে আসামি করা হয়। এ ঘটনায় মো. ইলিয়াছ চৌধুরী, পারভেজ, মোস্তাফা, আক্তার হোসেন লিটু মেম্বারসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ফেনী মডেল থানার ওসি মো. নাজিম উদ্দিন বলেন, শুক্রবার রাতে ঘটনার পর তাৎক্ষণিক পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম আবু ও মো. ইব্রাহীম মামলা করেছেন। এজাহারভুক্ত পাঁচ আসামিকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড