• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

চন্দনাইশের সাত ইউনিয়নে ৩৪১ জনের মনোনয়নপত্র জমা

  মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ (চট্টগ্রাম)

১০ ডিসেম্বর ২০২১, ০০:৩৫
মনোনয়নপত্র
মনোনয়নপত্র জমা দেওয়ার একটি মুহূর্ত। ছবি : অধিকার

পঞ্চম ধাপে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৭ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। এরই মধ্যে ইউনিয়নগুলো থেকে মোট ৩৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমার শেষ দিনে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকাল পর্যন্ত চেয়ারম্যান পদে ৩০ জন, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ৬০ জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২৫১ জন তাদের মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে কাঞ্চনাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ১০ জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে মোট ৫৪ জন বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া জোয়ারা ইউনিয়নে চেয়ারম্যান পদে একজন ছাড়াও সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ১০ জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২৪ জন তাদের মনোনয়নপত্র জমা করেছেন। পাশাপাশি বরকল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ৮ জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩৭ জন মনোনয়ন জমা দিয়েছেন।

এ দিকে, বরমা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ৭ জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে মোট ৪৫ জন বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন। একই সাথে বৈলতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ৭ জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩৮ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অন্যদিকে, হাসিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ৯ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে মোট ৩১ জন ছাড়াও ধোপাছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ৯ জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২২ জন নির্বাচনে লড়তে মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলার সাতটি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক কায়সার উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : পরকীয়ার বলি মারুফা, দেবর পলাতক

সার্বিক বিষয়ে চন্দনাইশ উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম অধিকারকে জানান, আগামী ৫ জানুয়ারি উপজেলার সাত ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দাখিলকৃত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আগামী ১২ ডিসেম্বর ও ১৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।। এ ছাড়া ২০ ডিসেম্বর বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। সবশেষ ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ঘোষিত তফসিলে চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নাম থাকলেও ৭ ডিসেম্বর দুপুরে নির্বাচন পরিচালক-২ (উপ-সচিব) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তফসিল থেকে সাতবাড়িয়া ইউনিয়নের নাম বাদ দেওয়া হয়।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড