• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রামে রেলক্রসিংয়ের দুর্ঘটনায় বাসচালক গ্রেফতার

  ইসলাম রবি, চট্টগ্রাম

০৯ ডিসেম্বর ২০২১, ১৯:৪২
বাসচালক শহিদুল (ছবি : অধিকার)

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ঝাউতলা এলাকায় রেলক্রসিংয়ে অটোরিকশা ও ডেমু ট্রেনের সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় বাসচালক শহিদুল আলমকে (৪৮) গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানান র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল।

তিনি বলেন, বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা ও ডেমু ট্রেনের সংঘর্ষে কর্তব্যরত এক পুলিশ সদস্যসহ তিনজন নিহতের ঘটনায় চালক মো. শহিদুল আলমকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে রবিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় পাহাড়তলী এলাকা থেকে ঝাউতলার গেটম্যান আশরাফুল আলমগীর ভূঁইয়াকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর শনিবার নগরীর ঝাউতলা এলাকায় রেলক্রসিংয়ে ডেমু ট্রেনের সাথে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ তিনজন নিহত ও ৬ জন আহত হন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়াও ৫ সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। একইদিন রাতে রেলওয়ে পুলিশ বাদী হয়ে বাস চালকের নাম উল্লেখ করে মামলা করে।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড