• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রতীক বরাদ্দের পর আত্রাইয়ে জমে উঠেছে ইউপি নির্বাচন

  নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ)

০৯ ডিসেম্বর ২০২১, ১৫:২৯
জমে উঠেছে প্রচার-প্রচারণা
জমে উঠেছে প্রচার-প্রচারণা (ছবি : অধিকার)

নওগাঁর আত্রাইয়ে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ৮টি ইউনিয়নের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচনি প্রতীক পেয়েই গণসংযোগে মাঠে নেমে পড়েছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। ব্যাপক গণসংযোগ চালিয়ে সাথে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। ইউনিয়নের বিভিন্ন হাটবাজার, পাড়া-মহল্লা, চা স্টলে চলছে নির্বাচনি আলাপ-আলোচনা।

চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরাও রাত-দিন ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে ভোটপ্রার্থনা করছেন। প্রতিটি গ্রামের অলিগলিতে ব্যানার, পোস্টার ও লিফলেটের ছড়াছড়ি। সবমিলিয়ে জমে উঠেছে প্রচার-প্রচারণা। চলছে নানা হিসাব-নিকাশ। উপজেলার ৮টি ইউনিয়নে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় ক্ষমতাসীন আ. লীগ। অন্যদিকে জয়ের ব্যাপারে আশাবাদী স্বতন্ত্র প্রার্থীরা।

উপজেলা নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, এ উপজেলায় মোট ভোটার প্রায় ১ লাখ ৬০ হাজার ১২১ জন। এর মধ্যে ৮০ হাজার ৭শ ২০ জন পুরুষ। নারী ভোটার রয়েছেন ৭৯ হাজার ৪শ ১ জন।

নির্বাচনে ৮টি ইউনিয়নের প্রতীকপ্রাপ্ত চেয়ারম্যানপ্রার্থীরা হলেন, শাহাগোলা ইউনিয়নে শামসুন নাহার (নৌকা), এসএম মামুনুর রশিদ (ঢোল), সাজেদুর রহমান (মোটরসাইকেল), এসএম মোয়াজ্জেম (চশমা), আলাউদ্দিন (ঘোড়া), আহমাদুল্লাহ (হাতপাখা), জয়নুল হক (আনারস)।

ভোঁপাড়া ইউনিয়নে নাজিম উদ্দিন মন্ডল (নৌকা), জান বকস সরদার (আনারস), মঞ্জুরুল আলম মোল্লা (মোটরসাইকেল)।

আহসানগঞ্জ ইউনিয়নে আক্কাছ আলী প্রামানিক (নৌকা), শেখ মো. মঞ্জুরুল আলম (আনারস) সোহরাব মোল্লা (হাতপাখা)।

পাঁচুপুর ইউনিয়নে আফছার প্রামানিক (নৌকা), খবিরুল ইসলাম (চশমা), নিয়ামত আলী বাবু (আনারস), আল মুক্তার (ঘোড়া), আব্দুল মুমিন (হাতপাখা), ময়েন উদ্দিন আহমদ (মোটরসাইকেল)।

বিশা ইউনিয়নে মান্নান মোল্লা (নৌকা), তোফাজ্জল হোসেন খান (ঘোড়া), আসাদুজ্জামান আসাদ (মোটরসাইকেল), ইসমাইল হোসেন (রজনীগন্ধা), আব্দুল জব্বার (আনারস)।

মনিয়ারি ইউনিয়নে খায়রুল ইসলাম (নৌকা), সম্রাট হোসেন (মোটর সাইকেল), মাসুম রানা (ঘোড়া), হাসান সারোয়ার প্রামানিক (হাতপাখা)।

কালিকাপুর ইউনিয়নে নাজমুল হক প্রামানিক (নৌকা), আলাউদ্দিন মন্ডল (মোটরসাইকেল), আলম সরদার (আনারস), আব্দুল হাকিম সরদার (ঘোড়া)।

হাটকালুপাড়া ইউনিয়নে জহুরুল ইসলাম (চশমা), এলতাছ উদ্দিন সরকার (ঘোড়া), সিদ্দিকুর রহমান (টেবিল ফ্যান), আকরাম হোসেন সরদার (অটোরিকশা), আফজাল হোসেন (মোটরসাইকেল) আব্দুস শুকুর সরদার (আনারস)।

আরও পড়ুন : জাওয়াদ’র প্রভাবে পানিতে ভাসছে আমন খেত

এছাড়া ৭২টি ওয়ার্ডে সাধারণ ৩১৮ সংরক্ষিত ৯০ জন সদস্যের মাঝেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড