• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতের উপহার হিসেবে অ্যাম্বুলেন্স পেল চুয়াডাঙ্গা পৌরবাসী

  কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা

০৭ ডিসেম্বর ২০২১, ১৪:৩৩
হস্তান্তর অনুষ্ঠান
হস্তান্তর অনুষ্ঠান (ছবি : অধিকার)

চুয়াডাঙ্গা পৌরসভাকে উপহার হিসেবে দেড় কোটি টাকা মূল্যের অত্যাধুনিক আইসিইউ অ্যাম্বুলেন্স দিয়েছে ভারত সরকার।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা পৌরসভার সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ও পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিকের হাতে চাবি তুলে দেন ভারতের সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী।

এ সময় সহকারী হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে। আমাদের হৃদয়ে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব। এরই অংশ হিসেবে চুয়াডাঙ্গা পৌরসভাকে অ্যাম্বুলেন্স উপহার দিতে পেরে বাংলাদেশ এবং ভারতের বন্ধুপ্রতীম দেশের এ বন্ধন সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে।

লাইফ সাপোর্ট সম্বলিত এই অ্যাম্বুলেন্সে রয়েছে প্রয়োজনীয় সরঞ্জামের সমন্বয়ে অত্যাধুনিক সুযোগ-সুবিধা। রোগীদের মানসম্পন্ন জরুরি সেবা এবং ট্রমা লাইফ সাপোর্ট ও প্রাথমিক চিকিৎসায় ব্যবহার করা যাবে অ্যাম্বুলেন্সটি।

হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের অ্যাড. মুহা. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নানসহ পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরবৃন্দ।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড