• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেওয়ানগঞ্জে হানাদারমুক্ত দিবস পালিত

  সাজ্জাদুল আলম শাওন, দেওয়ানগঞ্জ (জামালপুর)

০৭ ডিসেম্বর ২০২১, ১০:২৭
জামালপুর
হানাদারমুক্ত দিবস পালিত (ছবি : অধিকার)

যথাযোগ্য মর্যাদা আর আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে ৬ ডিসেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে হটিয়ে দেওয়ানগঞ্জের মাটিকে মুক্ত করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড যৌথ আয়োজনে দেওয়ানগঞ্জ মুক্তিযুদ্ধা সংসদ কার্যালয়ে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু প্রতীকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। মুক্তিযোদ্ধা সংসদ থেকে র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার মুক্তিযোদ্ধা সংসদে এসে শেষ হয় এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা, গুরুত্বপূর্ণ সড়ক পানিতে নিমজ্জিত

যুদ্ধকালিন কম্পানি কমান্ডার খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, ডেপুটি কমান্ডার তারিকুজ্জামান তারেক, সহকারী কমান্ডার হোসেন আলী, বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা ছামসুল হক মাস্টার, প্রমুখ।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড