• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুমারখালিতে গ্রাম পুলিশ পেল বাই সাইকেল

  তরিকুল ইসলাম তরুণ, কুষ্টিয়া

০৫ ডিসেম্বর ২০২১, ১৬:০৬
কুমারখালিতে গ্রাম পুলিশ পেল বাই সাইকেল
গ্রাম পুলিশ পেল বাই-সাইকেল । ছবি : অধিকার

কুষ্টিয়ার কুমারখালিতে গ্রাম পুলিশের কাজকে আরও দ্রুতগতিসম্পন্ন করতে ১১০ জনের মাঝে বাই সাইকেল প্রদান করা হয়েছে। এছাড়াও বাৎসরিক প্রাপ্তি হিসেবে তাদের মাঝে পোশাক হিসেবে জামা, প্যান্ট, বেল্ট, জুতা প্রদান করা হয়।

রবিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এই সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল। এ সময় ১১ টি ইউনিয়নের গ্রাম পুলিশ ও ইউএনও কার্যালয়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডল বলেন,' গ্রাম পুলিশ সব সময় উপজেলা প্রশাসনকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। তাদের একাজকে আরও বেগবান করতে সরকারী অর্থায়নে বাইসাইকেল প্রদান করা হলো। সাইকেল তাদের কাজে খরচ ও সময় বাঁচিয়ে সহজ করে তুলবে। এদিকে বাইকেল পেয়ে ব্যাপক খুশি উপজেলার ১১ টি ইউনিয়নের ১১০ জন গ্রাম পুলিশ।

এ বিষয়ে যদুবয়রা ইউনিয়ন পরিষদের এক গ্রাম পুলিশ হিরোক আলী বলেন, ' সাইকেল পেয়ে আমি খুব খুশি। এতে আমার কাজে খরচ কমবে ও সহজ হবে।

আরও পড়ুন : জয়পুরহাটে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কর্মশালা শুরু

জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের নিমাই নামের আরেক গ্রাম পুলিশ বলেন, ' যাতায়াতের জন্য সরকার আমাদের সাইকেল দিয়েছে। এখন আমরা অল্প সময়ে বেশি কাজ করতে পারব।'

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড