• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

তালায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়বে শীত

  সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা)

০৫ ডিসেম্বর ২০২১, ১৪:৫৭
তালায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়বে শীত
গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে । ছবি : অধিকার

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে দেখা নেই সূর্যের। সাতক্ষীরা তালা উপজেলায় রবিবার মেঘলা আকাশ আর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ভেদ করে দুই একবার তেজহীন সূর্যের দেখা মিললেও অধিকাংশ সময়ই মিলছে না সূর্যের।

একইসঙ্গে রয়েছে হিমেল হাওয়া। এর আগে গত শনিবার দিনভর সূর্যের দেখা যায়নি তালায়।

সবকিছু মিলে আবহাওয়া ধীরে ধীরে শীতলের দিকে এগিয়ে চলছে। বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে। এ অবস্থার পরিবর্তন হলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। অসময়ে বৃষ্টি হওয়ায় কৃষকরা ক্ষতির আশঙ্কা করছেন। বৃষ্টির কারণে সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষরা। দুইদিন খেটে খাওয়া মানুষকে বেকায়দায় পড়তে হয়েছে।

ভ্যানচালক কবির মোড়ল বলেন, কষ্ট হলেও বের হইছি গুড়ি গুড়ি বৃষ্টিতে। হাত-শরীর ইতোমধ্যে বরফ হয়ে গেছে।

আরও পড়ুন : আত্রাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত দুইদিন ধরে আকাশ মেঘলাসহ কোথাও কোথাও হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। ঝড়ে প্রভাব কেটে গেলে আবহাওয়া আবার স্বাভাবিক হবে। তবে আগামি দুই-এক দিন পর থেকে বাড়বে শীতের প্রকোপ।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড