• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাঁদপুরের তিন নদীর মোহনা বড় স্টেশন এখন বঙ্গবন্ধু পার্ক

  শিহাবুদ্দীন সেলিম, চাঁদপুর

০৫ ডিসেম্বর ২০২১, ১২:১৭
চাঁদপুরের তিন নদীর মোহনা বড় ষ্টেশন এখন বঙ্গবন্ধু পার্ক
আটক । ছবি : অধিকার

পদ্মা-মেঘনা-ডাকাতিয়া, এই তিন নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা প্রকৃতির সৌন্দর্যে ঘেরা শহর চাঁদপুর। নদী তীরের সৌন্দর্য দেখতে ত্রিনদীর মোহনা বড় স্টেশনে প্রতিদিন জড়ো হয় দেশের বিভিন্ন এলাকার হাজারো মানুষ। এখানে গড়ে ওঠা এই পর্যটন কেন্দ্র মোলহেডকে 'বঙ্গবন্ধু পার্ক'নামকরণের অনুমোদন দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট।

রবিবার (৫ডিসেম্বর) চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ তার ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৯ জুন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ পর্যটন স্পট মোলহেডের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু পার্ক’নামকরণের আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ অক্টোবর ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টির বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে পর্যটন স্পটটি ‘বঙ্গবন্ধু পার্ক’নামকরণের অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুন : বকশীগঞ্জে ৫ ইউপিতে নৌকার মাঝি হলেন যারা

এ বিষয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, চাঁদপুরে যোগদানের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ স্থানটি ‘বঙ্গবন্ধু পার্ক’ নামকরণের জন্য প্রস্তাব করি। যেহেতু বঙ্গবন্ধু বা তার পরিবারের কোনো সদস্যের নামে স্থাপনা তৈরির ক্ষেত্রে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন প্রয়োজন হয় তাই এতদিন নামটি প্রস্তাবনায় ছিল। এখন তা কার্যকর করা হবে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড