• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাঁশখালী পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন তোফাইল বিন হোছাইন

  শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)

০৫ ডিসেম্বর ২০২১, ১১:০৬
বাঁশখালী পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন তোফাইল বিন হোছাইন
প্রতীকী ছবি

অবশেষে অনেক জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি'র আস্থার প্রতীক অ্যাডভোকেট তোফাইল বিন হোছাইন নৌকার প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন।

শনিবার (৪ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চম ধাপে অনুষ্ঠিত চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে অ্যাডভোকেট এস. এম. তোফাইল বিন হোছাইনকে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকারি বঙ্গভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভা মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চম ধাপে পুন. তফসিলে আগামি ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাঁশখালী পৌরসভা কাঙ্ক্ষিত নির্বাচন। আওয়ামী লীগ থেকে এবার মনোনয়ন চেয়েছেন বর্তমান মেয়র মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী, সাবেক পৌর মেয়র শেখ ফখরুদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আ.লীগের সভাপতি রেহানা আক্তার কাজেমী, সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, আওয়ামী লীগ নেতা আকতার হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মনছুর আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাড. তোফাইল বিন হোছাইন, পৌর যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ, মাহমুদুল ইসলাম, মৌলভী আক্তার হোসেন প্রমুখ।

আরও পড়ুন : 'আপনারা কেউ যদি দয়া করতেন তাহলে আমরা প্রাণে বেঁচে থাকতাম'

তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামি ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২০ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড