• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউপি নির্বাচন : আদমদীঘিতে আ. লীগের ঝান্ডা পেলেন যারা

  নেহাল আহম্মেদ প্রান্ত, আদমদীঘি (বগুড়া)

০৩ ডিসেম্বর ২০২১, ১৮:৩৪
নৌকা প্রতীক
নৌকা প্রতীক। ছবি : সংগৃহীত

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বগুড়ার আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সভার চূড়ান্ত সিদ্ধান্তে ওই তালিকা প্রকাশ করা হয়।

নৌকা প্রতীকপ্রাপ্তদের মধ্যে আদমদীঘি সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জিল্লুর রহমান মনোনয়ন পেয়েছেন। এছাড়া ছাতিয়ানগ্রাম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল হক আবু, চাঁপাপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শামসুল হক, নশরতপুর ইউনিয়নে আব্দুর রাজ্জাক, কুন্দুগ্র‍াম ইউনিয়নে শমিম উল ইসলাম এবং সান্তাহার ইউনিয়নে নাহিদ সুলতানা তৃপ্তী নৌকা প্রতীক পেয়েছেন।

আরও পড়ুন : নিজের ভোটও পাননি নৌকার প্রার্থী!

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ে ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া আপিল দায়েরের সময় ১০-১২ ডিসেম্বর, আপিল নিষ্পন্নের সময় ১৩-১৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ হবে ১৭ ডিসেম্বর। সবশেষ ৫ জানুয়ারি এসব ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড