• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিজের ভোটও পাননি নৌকার প্রার্থী!

  আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)

০৩ ডিসেম্বর ২০২১, ১৮:১১
নির্বাচন
ভোট। ফাইল ছবি

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার দৌলতপুরে নৌকা খ্যাত ইউনিয়ন চিলমারীর চরের একটি কেন্দ্রে নৌকা প্রতীকে কোনো ভোট পড়েনি। আবার একই ইউনিয়নের ৯টি কেন্দ্রে জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. জহুরুল ইসলাম ভোট পেয়েছেন মাত্র ২টি। তার নিজ পরিবারের সদস্যদের ভোটও তিনি পাননি বলেও অভিযোগ করেছেন।

এ দিকে, মো. নুরুজ্জামান নামে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থীও ভোট পেয়েছেন মাত্র ৪টি। নৌকা পাগল খ্যাত এ ইউনিয়নে নৌকার পরাজয় হয়েছে। বিজয়ী হয়েছেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী আব্দুল মান্নান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দৌলতপুরের চিলমারী ইউনিয়নের জোতাশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকে কোনো ভোট পড়েনি। অথচ ওই কেন্দ্রের ভোটারদের মধ্যে শতকরা ৯৫ ভাগ ভোটারই আওয়ামী লীগ সমর্থক। নৌকা প্রতীকে একটিও ভোট না পড়ায় এ নিয়ে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে আওয়ামী লীগ দলীয় নেতৃবৃন্দ।

এ দিকে, জোতাশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৫৪৬টি। এ কেন্দ্রে মোট ভোট পোল হয়েছে ১ হাজার ৪৪৬টি যা অঙ্কে শতকরা ৯৪ ভাগ। পোল হওয়া ১ হাজার ৪৪৬টি ভোটের মধ্যে ১ হাজার ৪২৭ ভোট পেয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী প্রকৌশলী আব্দুল মান্নান। বাকি ১৯টি ভোট বাতিল হয়েছে। নৌকা প্রতীকের মতো এ কেন্দ্রে লাঙ্গল প্রতীক ও আনারস প্রতীকও ভোটশূন্য ছিল। প্রাপ্ত ভোটের ফলাফল বিবেচনায় ভোটারদের দাবি- কেন্দ্রে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়নি।

এ ঘটনায় বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকালে রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ আহমেদ।

জোতাশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটশূন্য হওয়ার বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ আহমেদ জানান, ওই কেন্দ্রসহ আরও বেশ কয়েকটি কেন্দ্রে থেকে নৌকার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। মোটরসাইকেল প্রতীকের লোকজন ভোট কারচুপি করেছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং অফিসারের নিকট অভিযোগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : অভিনব কৌশলে মোটরবাইক ছিনতাই করত কামরুজ্জামান

উল্লেখ্য, চিলামারী ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে সৈয়দ আহমেদ, মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী আব্দুল মান্নান, জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল প্রতীক নিয়ে মো. জহুরুল ইসলাম এবং আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. নুরুজ্জামান দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড