• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফলন আসা সব গাছ কেটে দিল দুর্বৃত্তরা

  মনিরুজ্জামান,নরসিংদী

০২ ডিসেম্বর ২০২১, ১৭:০৮
নরসিংদী
কেটে ফেলা শিম খেত (ছবি : অধিকার)

নরসিংদীতে আবুল কাশেম নামক এক কৃষকের এক বিঘা জমির শিম বাগানের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে ভুক্তভোগী কৃষকের।

বুধবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে কোন এক সময় নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের চাঁদ পাশা গ্রামে এ ঘটনা ঘটে। আবুল কাশেম বাঘাব ইউনিয়নের চাঁদপাশা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।

ক্ষতিগ্রস্ত কৃষক আবুল কাশেম বলেন, বাড়ির পাশেই প্রায় এক বিঘা জমি বন্দক নিয়ে সিমের চাষ করি। গাছ ফুল ফলে পরিপূর্ণ হয়ে সবেমাত্র শিম ধরতে শুরু করেছিল। কিন্তু সকালে এসে দেখি কে বা কারা বাগানের সকল শিমগাছ কেটে ফেলেছে। ৬০ হাজার টাকা ধার করে দীর্ঘ ৩ মাস কঠোর পরিশ্রম করেছিলাম। এখন আমি কিভাবে দেনা শোধ করব ভেবে পাচ্ছি না। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : গাইবান্ধায় স্ত্রী হত্যার দ্বায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় ইউপি সদস্য আমাকে বিষয়টি অবগত করলে আমি শিম খেত পরিদর্শন করি। এ ঘটনায় তার অনেক টাকার ক্ষতি সাধিত হয়েছে। তবে কে বা কারা এর সাথে জড়িত সেটি জানা যায়নি। সরকারিভাবে ক্ষতিগ্রস্ত কৃষকের আর্থিক সহায়তা প্রদানের চেষ্টা করছেন বলেও জানান তিনি।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড