• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুনামগঞ্জে দুইপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২৫

  সারাদেশ ডেস্ক

০২ ডিসেম্বর ২০২১, ১২:৪৪
সুনামগঞ্জ
আহতরা (ছবি : সংগৃহীত)

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ২৫ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর শহরের ইসহাকপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, ইসহাকপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী উস্তার গণি ও একই এলাকার নিজামুল করিমের লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

বুধবার সন্ধ্যায় দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে গুলিবিদ্ধ ২৫ জনসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহিদুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ২৫ জনকে এখানে হলে তাদের দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আরও বেশ কয়েকজন আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সংঘর্ষে অনেকে আহত হয়েছে শুনেছি। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড