• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

যে ধর্ম মানুষকে অমানুষ বানায় সেটা ধর্ম নয় : দীপংকর তালুকদার

  গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি)

০১ ডিসেম্বর ২০২১, ১৯:০৬
দীপংকর তালুকদার এমপি
বক্তব্য রাখছেন দীপংকর তালুকদার এমপি (ছবি : অধিকার)

খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, যে ধর্ম মানুষকে অমানুষ বানায় সেটা ধর্ম হতে পারে না। তাই ধর্মপ্রাণ মানুষ হতে হলে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রয়োজন। রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নে একটি মাদরাসার হেফজখানা ও এতিমখানার ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

বুধবার (১ ডিসেম্বর) সকাল দশটার সময় ওই মাদরাসার ছাত্রাবাস ও হেফজখানার ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে মাদরাসা সুপার মাও. ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল আবেদীন, জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, জেলা গাউছিয়া কমিটি আবু সৈয়দ, মাদরাসা কমিটির সম্পাদক আব্দুল করিম, ইউপি চেয়ারম্যান হযরত আলী প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যে ধর্ম মানুষকে অমানুষ বানায় সেটা ধর্ম হতে পারে না। তাই ধর্মপ্রাণ মানুষ হতে হলে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রয়োজন। আমি চেষ্টা করবো এই মাদরাসার মানোন্নয়নের জন্য কিছু করতে।

আরও পড়ুন : দুই যুগেও শান্তি আসেনি পাহাড়ে

এ সময় লংগদু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অর্ধশতাধিক এতিম ছাত্রদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড